Sunday, February 10, 2019

ঠিক হাতের নাগালে




                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার শিউলী ফুলটা, সদ্য ফোঁটা ফুলটা..
নাকে নাকে সুবাস দিচ্ছে, খুব দিচ্ছে
খুব কাছে এসে দিচ্ছে,ঠিক হাতের নাগালে..

ধরতে ইচ্ছে হচ্ছে
আতলুভাবে ছোঁতে ইচ্ছে করছে..
ভেঙ্গে দিতে ইচ্ছে করছে
মুধুর কণাগুলো দেখতে পাচ্ছি, পাঁপড়ির ভিতরে দেখতে পাচ্ছি
তরঙ্গ উঠাচ্ছে, খুব উঠাচ্ছে..

যদি পারতাম, একটু পারতাম !
এখনি মধু কণাগুলো চুষে চুষে খেতাম .
ভেঙ্গে দিতাম অস্থির পাঁপড়ি গুলো ।

তোমার শিউলী ফুলটা, সদ্য ফোঁটা ফুলটা..
নাকে নাকে সুবাস দিচ্ছে, খুব দিচ্ছে
খুব কাছে এসে দিচ্ছে,ঠিক হাতের নাগালে..
-------------------------------27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment