Sunday, February 10, 2019

তোকে দেখে নিব, তোকে দেখে নিব




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

এমন অনেক শব্দ শুনেছি
আমি কম্পিত প্রাণে নিশ্চুপ থেকেছি
প্রতিবাদের ভাষাগুলো ভুলেগেছি লাঞ্চিত হবো বলে
নিঃশব্দে শুধু দেখেছি বঙ্গ ভূমিতে-
আপনাকে রক্ষা করার জন্যে
কিংবা আমার অক্ষমতার জন্যে
হয়তো বা ভবিষ্যতেও এমনি করে যাবো..

এমন অনেক শব্দই পথে ঘাটে শুনেছি
তোকে দেখে নিব, তোকে দেখে নিব
তুই জানিস? আমার কত ক্ষমতা !
আমি অপেক্ষায় বসে আছি
হয়তো কেউ এসে বলবে,” প্রতিবাদ করো”
একসঙ্গে প্রতিবাদ করো;

যে যেখানে, যে চেয়ারে আছে কিংবা কোন সূত্র ধরে
ক্ষমতার বলয়ে-
সে ই দমক দেয়- তোকে দেখে নিব, তোকে দেখে নিব-
যুবক এসে বলে- তোকে দেখে নিব
যুবতী এসে বলে- তোকে দেখে নিব
টোকাই এসে বলে-তোকে দেখে নিব
প্রহরী এসে বলে- তোকে দেখে নিব
ক্ষমতাধর এসে বলে- তোকে দেখে নিব
অর্থ্ এসে বলে- তোকে দেখে নিব
ভীখারী এসে বলে- তোকে দেখে নিব
আইনের লোক এসে বলে- তোকে ফেঁসে দিব।
র্দুবল এসে বলে- আমি মাইড় খাব-

আমি এক ঘোরের মধ্যে সুপ্ত প্রহরীর মতো
কবিতার লাইনে লাইনে পাহারা দেই
বজ্র কণ্ঠে বলি,
গর্জে উঠ গর্জে উঠ হে প্রতিবাদী-
তবু ঘুমন্ত ! র্পূবকাশের সূর্য্ নিভু নিভু
সোনালী ভোর আর জাগে না-
হয়তো বা গভীর রজনি এসেগেছে মনুষ্যত্বের শুভ্রকাশে
অনিষ্টেরা  ধেয়ে আসছে, বজ্র কন্ঠে আসছে
তোর দিকে আসছে
তোকে দেখে নিবে, তোকে দেখে নিবে-

এমন অনেক শব্দই পথে ঘাটে শুনেছি
তোকে দেখে নিব, তোকে দেখে নিব ।

-------------------------------10-02-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment