Sunday, February 10, 2019

মুক্তি পাবে তো হে ক্ষমতাধর ?




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
মূল্যবোধকে খুঁজো না বৃথা ‍দুর্নীতিগ্রস্থ মানুষের প্রাণে প্রাণে
মুক্তিকে খুঁজো না তুমি এমন চরিত্র আছে যেখানে

নৈতিকতার লেশমাত্র নাই তো সেখানে-
ওরা ডিগ্রীধারী চৌকুস শিকারী শিকার ধরতে জানে
তীক্ষ্ণ কৌশলী অফিস আদালতে-
ওরা জানে ,ওরা জানে
ফাঁসির রশ্মিটা কোনখানে !

খুঁজো নাকো ঘুষখোরদের প্রাণে-ওরা অশ্রু ঝরাতে জানে
তোমার বিপদে, তোমার বিপদে-
ওরা ফাঁসির মঞ্চে টানে
শুধু টাকা চিনে, শুধু টাকা চিনে
জনতার র্দূদিনে!

মুক্তিকে খুঁজো না চরিত্রহীন লম্পটদের ভীড়ে-
ওরা অবহেলিত বঞ্চিত মানুষের অভিশাপ!
পথভ্রষ্ট কুলাঙ্গার- বিদ্রোহীদের দোসর-
শয়তানের অংশীদার ।
ওরা ঘুষখোর, ওরা দুর্নীতিবাজ, ওরা ঘৃণীত এ বিশ্ববুকে-
ধিক!ধিক!

আলোর প্রকোষ্ঠে ফিরে এসো- হে ঘুষখোর, হে দুর্নীতিবাজ, হে আইনভঙ্গকারী ক্ষমতাধর!
দেখবে তুমি অমর হয়ে উড়বে
এই লাল সবুজের মানচিত্রে
চেয়ে দেখ,
ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে-
কত ভোক্তভোগী তোমার অবিচারে মুখ থুবড়ে পড়ে আছে
আর অভিশাপের লেলিহান শিখা তোমার দিকে শুধু তোমার দিকে
মুক্তি পাবে তো হে ক্ষমতাধর ?

আমার বুকের নীচে আগলে রাখব তোমাকে
শুধু বল,
দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্তি দিবে আমাকে ।
-----------------------------------10-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment