Tuesday, February 19, 2019

ওহে মুসাফির শোন




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে ক্ষণিক প্রাণ শোন,
ওই অন্ধকার কবরে জন্য নিয়েছো কি আলো কোন?
সময় যে শেষ হয়ে যাচ্ছে তোমার এই সুন্দর ভবে,
ওই এসে যাবে ডাক এসে যাবে কি পরিনাম হবে !
দেখেছো কি একটু ভেবে ওহে ক্ষণিক প্রাণ ?
তোমার আলোই কবরে জ্বলবে- ওহে মেহমান
শুনেছি ঔখানের আযাব  নাকি খুব ভয়ঙ্কর!
যদি না পার আলো হতে হবে কি দুর অন্ধকার?
ওহে মুমিন, ওহে মুসলমান, ওহে ঈমানদার..
রক্ষা কর, রক্ষা কর হে তোমার দেওয়া অঙ্গিকার
এ পৃথিবী নহে গো তোমার চির নিবাস ওহে প্রাণ
দিতে হবে ছেড়ে যেতে হবে চলে আসবে যখন ফরমান
ক্ষণিকের লোভ লালসা মায়া মমতা নহে গো তোমার
এত দম্ভ অহংকার কিসের ?
পর পর সবই পর….
ঠিকানা তোমার ওই কবর ওই কবর !
ওই অন্ধকার গুহা যে বড় বেশী অসহ্য গাথা,
পাবে কি মুক্তি ওহে ক্ষণিকের বোন- ভ্রাতা ?
হও নতশির হও গোলাম ওই বিধাতার..
ওহে ক্ষণিক প্রাণ ওহে ঈমানদার ।
ওহে মুসাফির শোন,
ওই অন্ধকার কবরে জন্য নিয়েছো কি আলো কোন?
------------------------------------25-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।








No comments:

Post a Comment