Saturday, February 9, 2019

তোমাকে দেখলে




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,

তোমাকে দেখলে কেন এমন লাগে বল তো ?
কেমন যেন ঝড় উঠে প্রচন্ড ঝড় উঠে
সারা শরীরে !সারা অঙ্গে !
তবে কি অন্য কিছু ?
নাকি অব্যক্ত কোন প্রত্যাশা ?
সত্যি পারছি না, আর পারছি না..
তোমাকে দেখলে কেন এমন লাগে বল তো ?
--------------------------------------------22-10-2018 ।

No comments:

Post a Comment