Saturday, February 9, 2019

সেই পতিত জমিটা




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই পতিত জমিটা অনেক যত্ন করে রেখেছি..
প্রেমের উৎসবে চাষাবাদ করেছি
এক হৃদয়ের বীজ বুঁনেছি
কোন আগাছা গজাতে দেয়নি,

সেই পতিত জমিটা অনেক যত্ন করে রেখেছি..
মধ্যখানে করেছি এক গভীর ফোয়ারা -এক উত্তাল ফোয়ারা
ফিনকি দিয়ে উঠে প্রতিটি জল কণা
অপূর্ব্ উল্লাসে নেচে উঠে বাগানের ফুলগুলো..
আমি পাগলের মতো দেখি, অপলক শুধু দেখি..
খুব গভীর থেকে দেখি

সেই পতিত জমিটা অনেক যত্ন করে রেখেছি..
স্পর্শে স্পর্শে চাষাবাদ করেছি
এক প্রেমের বীজ বুঁনেছি..
কোন আগাছা গজাতে দেয়নি.

জেগে আছে, অপূর্ব্ ভঙ্গিতে জেগে আছে ফুলগুলো.
অতি যত্ন করে চাষাবাদ করেছি সেই পতিত জমিটা ।
-------------------------------------- 22-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment