Thursday, February 7, 2019

মুক্তির মহাকব্য




                                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আল-কোরআনের হরফে যেন সেই আলো দেখা গেল,
যে আলোটা মানব অন্তরের নিশ্বাস
বিশ্বাসে ফিরে তাকাতেই দেখা গেল
মুক্তির সেই আলোটা-

হরফে হরফে মানব মুক্তির অলোটাকে মনে হল;
মনে হল,
আল্লাহর সমস্ত রহস্য ঘেরা এক অমর কবিতা
মুক্তির মহাকব্য, প্রিয় নবীজির প্রাণে রচিত মৌলিক সংবিধান
যা উজ্জ্বল, সর্বদা উজ্জ্বল-

অথচ মূর্খেরা,
আলোটাকে দেখল না, আলোটাকে বুঝল না এক অনিষ্টের অভিসারে
ওরা শিখল না, আল-কোরআনকে শিখল না-
ওহে মুসলমান, ওহে ঈমানদার- তুমি কি শিখেছো কোরআনের মর্মবাণী ?
কোরআন তো মুক্তির বার্তা নিয়ে এসেছে-
তবে কিসের এত দুঃখ তোমার?
কেন এত অভিশপ্ত তুমি ?

হৃদয়ের কল্লোলে কি কোরআনের শিখা জ্বলে ?
এ শিখা যে মুক্তির নিশ্বাস-
তবু মানুষ শয়তানের অভিসারে আলোটাকে নিভে দিচ্ছে
বিষন্ন একটা চিত্র অন্তরে অন্তরে-

কোরআন তো মানুষকে মুক্তি দিতে এসেছে
অথচ মানুষেরা বুঝে না
আলো পেয়েও মানুষ অন্ধকার ঘরে ফিরে যাচ্ছে !!
-------------------------------7-02-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





No comments:

Post a Comment