Thursday, February 7, 2019

তোমার অকাল মৃত্যুতে



                                                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি বলেছিলে ফিরে আসবে, ফিরে আসবে
অথচ ফিরে আসলে না -
নিঃশব্দে পড়ে আছো নিথর দেহে রেল লাইনে
অন্তরে কি ক্ষোভছিল জানা নেই-
তুমি বলেছিলে ফিরে আসবে, ফিরে আসবে
অথচ ফিরে আসলে না
তুমি বলেছিলে, স্ত্রী সন্তানের কাছে ফিরে আসবে
আপন নীড়ে ফিরে আসবে-
ফিরে আসা হল না

যম দুতের ট্রেন তোমাকে ফিরতে দিল না, না দিল না-
সম্মুখই তোমাকে ক্ষত বিক্ষত করে দিল
কেড়ে নিল প্রাণ !
শুধু দেখলাম ! চেয়ে চেয়ে দেখলাম, তুমি আর নেই, আমাদের মাঝে নেই
এতো নিষ্ঠুর যম দুত! একদমই সময় দিল না-
তুমিও পারলে না, ফিরে আসতে পারলে না
হে বন্ধু! এ হৃদয় চৌচির হয়ে গেছে,
তোমার অকাল মৃত্যুতে-

তুমি বলেছিলে ফিরে আসবে,
সেই ফিরে আসাটা আর হল না-
তবু তুমি ছড়িয়ে আছো হৃদয়ের সব গানে, সবখানে;
তারপরও তুমি নেই, আছে শুধু নিরবতা-
ওহে বন্ধু, কোনখানে কোন অভিমান নেই-
আছে শুধু ফরিয়াদ, চাই শুধু বিধাতার ক্ষমা
অনন্তের পথে ভাল থেকো-

হে বন্ধু! এ হৃদয় চৌচির হয়ে গেছে,
তোমার অকাল মৃত্যুতে!!
------------------------------07-02-2019.রাওনাট.কাপাসিয়া,গাজীপুর। (উৎসর্গ্ঃ জনাব ইঞ্জিঃ মমিন সাহেবের প্রতি, নীল সাগর ট্রেন এর ধাক্কায় 07-02-2019 ইং 6.45 মিনিটে জয়দেবপুর রেল ষ্টেশনে অফিসে আসার সময় ইন্তেকাল করেন)।


No comments:

Post a Comment