-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দুয়ারে যম দুতের হুঙ্কার ।হুঙ্কারের
ভিতরে নিষ্ঠুর ছোবল
প্রাণের স্পন্দনে হঠাৎ মৌনতা
পৃথিবীর বন্ধন এক বিরহের অনলে
জ্বলে পুড়ে ছাই হয় ।
সে যেন বদ্ধ করে দেয় হৃদয়ের কপাট
আগাম বার্তা নেই, ধূসর হয়ে আসে
পৃথিবীর চির চেনা পথ
আত্নার কোলাহল আচমকা উড়ে যায় অদৃশ্য
প্রান্তর
দুয়ারে যম দুতের হুঙ্কার।হুঙ্কারের
ভিতরে নিষ্ঠুর ছোবল
বুক চেপে ধরে ।নিষ্ঠুর ভাবে ধরে-
স্পন্দনে উঠে নিরবতা! সমস্ত দেহে নেমে
আসে স্তব্দতা
যম দুত ছোবল মারে প্রাণের কপাটে,
কোন কিছু বুঝার আগেই শুন্য হয়ে আসে
প্রাণের কোলাহল!
পৃথিবীর বন্ধন ছিন্ন হয়ে যায়
তবু প্রাণেরা বুঝে না
কি এক বার্তা নিয়ে দাঁড়িয়ে আছে
প্রাণের জল্লাদ !
প্রাণের স্পন্দিত তরঙ্গ থেমে যাবে
হঠাৎ থেমে যাবে-
কোন কিছু বুঝার আগেই !
তবু প্রাণেরা আজও জাগেনি, আজও বুঝনি-
প্রাণ এক ক্ষণিকের মুসাফির !
যম দুত আসে, যখন তখন আসে-
------------------------------------------07-02-2019
।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment