-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
প্রত্যাশার কি মূল্য
আছে সময়ে যদি না জাগে
স্বপ্ন কেবল স্বপ্নই
থাকে, আগে যদি রাত জাগে !
টিকেটের কি মূল্য
আছে ট্রেনটা যদি না আসে
যাত্রা কেবল যাত্রাই
থাকে স্বপ্ন ভঙ্গের আকাশে
ঠিকানা কি পাবে তুমি
ইচ্ছা যদি না হাসে
স্বপ্নের যাত্রা ভঙ্গ
হবে সময়ে নৌ না ভেসে
যাত্রার কি মূল্য
আছে সময় যদি না বলে..
অধরা কেবল অধরাই রবে
জীবনের নৌ পালে ।
জাগতে হবে লড়তে হবে
সময়ের দিকপালে..
সময়ে যদি না জাগ ভাই
বিজয় তুমি হারালে ।
----------------------------------
22-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment