Thursday, February 7, 2019

এক অবিনশ্বর কবিতা



                                                              কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে মানব, ,ওহে মুমিন মুসলমান..
ওহে তামাম পৃথিবীর প্রাণ !
শুন হে শুন এক অবিনশ্বর কবিতা !
আল কোরআন- আল কোরআন ।

পড় হে পড়- রোজ পড় -অন্তঃকরনে পড়-মধুর কণ্ঠ সুরে পড়..
তৌহিদী বাণী পড়  -নবীজির মোজেজা পড় –
মুক্তির দিপালী পড়..
আল কোরআন পড় - আল কোরআন পড় ।

কে আছিস এমন রচিবে তাহারে জগৎ সংসারে ?
ওহে মুর্খ্ , ওহে বাতেলি, ওহে জাহেলী,
ওহে কাফের-ওহে শিরকের অধিশ্বর!
শুন শুন- তোরা শুন মন দিয়ে শুন
তোরা পারবিনা কোনদিন পারবি না রচিতে এমন কবিতা ।

ওহে মানব, ,ওহে মুমিন মুসলমান..
ওহে তামাম পৃথিবীর প্রাণ !
শুন শুন ওহে শুন এক অবিশ্বর কবিতা
সেই প্রেমের অমর উপহার
মানব মুক্তির অহংকার.
এক অবিনশ্বর দিপালী
আল কোরআন- আল কোরআন ।

ওহে মানব, ,ওহে মুমিন মুসলমান..
ওহে তামাম পৃথিবীর প্রাণ !
পড় হে পড়, রোজ পড় অন্তঃকরণে পড়..
প্রিয় নবীজির কলবে রচিত এক আল্লাহর সংবিধান.
এক অবিনশ্বর কবিতা—
আল-কোরআন- আল কোরআন ।
------------------------------------ 21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment