-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
ওই টপটাতে ফোঁটে আছে
দু’টো ফুল!
সদ্য ফোঁটা দু’টো
ফুল,
পাঁপড়িগুলো খুব সতেজ
অপূর্ব্ মধুময় !
সৌরভ সুবাসে বিস্তৃত
বাগানের তাল লয়
ভ্রমরেরা ঘিরে আছে
বিষাক্ত শূলে শূলে..
ওই ফুল দু’টোকে খুব
ভালবাসি..
হে ফুল,
একটু চেয়ে দেখো,
ফাঁকা আছে, আমার ফুলদানিটা
ফাঁকা আছে.
তুমি ফোঁটবে কি..
এক অনুপম স্পর্শে
স্পর্শে তোমাকে ফোঁটাব
হৃদয়ের ফুলদানিতে
আলিঙ্গনে আলিঙ্গনে
জাগিয়ে দিব তোমার পাঁপড়ি
ভালবাসায় ভরে দিবো
শূন্যতার জল ভূমি ।
ফাঁকা আছে, আমার ফুলদানিটা
ফাঁকা আছে.
তুমি ফোঁটবে কি ?
---------------------------------------21-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment