Thursday, February 7, 2019

এক তরঙ্গ দেখেছি



                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সমুদ্রের যৌবন জলে এক তরঙ্গ দেখেছি..
খুব কাছ থেকে দেখেছি

প্রচন্ড ঝড় তুলছে সফেনের শুভ্র ডানা গুলো খুলে
প্রবাহগুলো ছুটছে ,
ঢেউয়ে ঢেউয়ে ডাকছে আমাকে
নগ্ন বুকে ডাকছে , অথৈ গভীরে ডাকছে

খুব ইচ্ছে করছে..
এখনি ঝাঁপ দেই,  এখনি ঝাঁপ দেই…
এক প্রণয়ের উৎসবে !

সমুদ্রের যৌবন জলে এক তরঙ্গ দেখেছি..
খুব কাছ থেকে দেখেছি
-------------------------------  21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment