-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
যতবারই হৃদয়ের দাবী
নিয়ে গিয়েছি
ততবারই প্রত্যাখাত হয়েছি এক দাম্ভিক প্রাণের কাছে
তবুও প্রতিশোধের নেশা
জাগেনি, একটুকুও জাগেনি ।
মনে হয় এখানেই..
ধৈর্য্যের সর্বোচ্চ
পরীক্ষাটা দিয়েছি চেতনার হল রুমে !
গোল্ডেন পাওয়ার মত
পরীক্ষা দিয়েছি…
এক হৃদয়হীনা সব এলোমেলো
করে দিলো স্বপ্নের কবিতা..
পাশ নাম্বারটাও দেয়নি
!.
এক প্রেমের কালিতে
লিখেছিলাম হৃদয়ের কবিতা
ভালবাসি, তোমাকে ভালবাসি,
অনেক ভালবাসি !
যতবারই হৃদয়ের দাবী
নিয়ে গিয়েছি
ততবারই প্রত্যাখাত হয়েছি এক মিথ্যে ঐশ্বর্য্যর কাছে.
সে কখনো দেখেনি
কিংবা বুঝেনি হৃদয়ের কবিতাকে
শুধু চেয়েছে, শুধু
খোঁজেছে..
অর্থের ঐশ্বর্য্যকে
!
কখনো আপোষ করিনি,
প্রতীজ্ঞা ভঙ্গ করিনি
শুধু ভালবেসেছি, তোমার
ঘৃণাকে ভালবেসেছি
দৃঢ় প্রত্যয়ে ভালবেসেছি ।
আজ এসে দেখো,
সেই ঘৃনার তটে জেগে
আছে- আমার সম্মান !
অহংকার হেরে গেছে,
হেরে গেছে সেই অপমান।
-----------------------------
21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment