Thursday, February 7, 2019

ওই প্রাণের কপাট যে বদ্ধ




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুই কাকে ডাকছিস - হে হৃদয় !
সে কি তোর ডাক শুনে! নাকি অবহেলা করে ?
যে ডাক তরঙ্গ উঠাতে পারে না.
যে ডাক প্রেমকে জাগাতে পারে না

কেন অহেতুক ডাকছিস সেই অনুভূতিটাকে ?
যে বধির সে শুনবে কি করে ?
সে তো এক বাকশুন্য পাষানী !
সে বলবে কি করে ?
ওই প্রাণের কপাট যে বদ্ধ !

যে তোর ডাক শুনে না- হে হৃদয়
তাকে প্রেম উপহার দিয়ে কি লাভ?

তুই কাকে ডাকছিস - হে হৃদয় !
ওই প্রাণের কপাট যে বদ্ধ !
----------------------------------------------21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment