-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেমের অনুভূতিটা
জিম্মি হয়ে গেছে অসুরের অগ্রাসনে
হৃদয়টা আজ কারারুদ্ধ
!
স্পন্দনেরা বিক্রি
হয়ে গেছে এক অমানবিক দর্শনে
অস্থি-মজ্জা গুলো
বিচ্ছিন্ন হয়ে আছে শিরা-উপশিরায়
চোখ দু’টো বড় বেশী
বেলাজ !
শরীরের আবদেনগুলো
খোলামেলা-
যৌবনের ভাঁজে ভাঁজে
নিষিদ্ধ পোকামাকড়.
কণিকাগুলো বদলে ফেলেছে রঙ সঙ্গমের প্রবাহে প্রবাহে
রক্তি জলে জেগে উঠেছে
অসুরের ছায়া !
স্পর্শেরা আজ উম্মুক্ত
পথে ঘাটে..
ভিতরের তরঙ্গগুলো
নিভে গেছে বাহ্যিক লোভে লোভে
প্রেম আজ অর্থের বিচারে
মহিয়ান
নির্লজ্জ প্রেম যেন
হৃদয়ের পালোয়ান
পবিত্র অনুভূতিরা
মূল্যহীন- নতজান..
প্রেমিক প্রেমিকা
বুঝেনা হৃদয়ের আহবান ।
তবে কি প্রেম আজ বাণিজ্য
?
প্রেমের অনুভূতিটা
জিম্মি হয়ে গেছে অসুরের অগ্রাসনে
হৃদয়টা আজ কারারুদ্ধ
!
-----------------------------------21-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

No comments:
Post a Comment