Thursday, February 7, 2019

অন্ধ




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সূর্য্টা উঠে গেছে সেই কবে
অথচ কেউ দেখে কেউ দেখে না..
কেউবা বলে রাত্রি কেউবা দিবস
তাতে সূর্যের কি আসে যায় ?
সে তার আপন পথে চলবেই চলবে..
অন্ধেরা চিরকাইল অন্ধ থাকবে ।
------------------------- 21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment