Thursday, February 7, 2019

এক বিখ্যাত কবি




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
পত্রিকার শিরোনামে দেখেছি এক বিখ্যাত কবিকে..
হে দেখেছি বাংলাদেশের বিখ্যাত কবিকে

করুণ দৃষ্টিতে চেয়ে আছে এক পরাজয়ের দূর্গে..
এক রক্তাক্ত চাঁদর ঘিরে আছে কবির আশ- পাশ..

চন্দ্র -সূর্যেরা আর জাগে না
কেউ আর আসে না কবির  প্রান্তিক দুঃখে
এতিম শিশুর মতো কাঁদতে দেখেছি জল স্রোতা চোখটাকে
দেখেছি কবিকে এক বদ্ধ ঘরে কয়েদীর মত !

তবে কি কবির যৌবন শেষ হয়ে গেছে ?
যে কবিতার জন্যে কবি আজ বিখ্যাত.
সে কবিতার জনক চিকিৎসাহীন একাকী ঝরাজীর্ণ্ কুটিরে
দু’মুঠো ভাত নেই , ঘরে বাতি নেই ভুঁতুরে অন্ধকার !

জীবনের প্রান্তিকে এসে আশ পাশ কেউ নেই
আছে কিছু পোকা মাকড়
আছে কিছু রাত্রির হাতছানি
আছে শুধু মৃত্যুর প্রহর গুনা !

কি আর করবে কবি ?
সব আলো যে দিয়ে গেছে পৃথিবীর ভাঁজে ভাঁজে
কবিতার পাতায় পাতায় ।
কবিতায় আলো আছে, পকেটের আলো নিভে গেছে.
ব্যাংকের হিসাবটা অচল হয়ে আছে
আজ কবি যবনিকার পথে পথে বড় একা !

পত্রিকার শিরোনামে দেখেছি এক বিখ্যাত কবিকে..
হে দেখেছি বাংলাদেশের বিখ্যাত কবিকে

যে কবিতার জন্যে কবি আজ বিখ্যাত.
সে কবিতার জনক চিকিৎসাহীন একাকী ঝরাজীর্ণ্ কুটিরে
দু’মুঠো ভাত নেই , ঘরে বাতি নেই ভুঁতুরে অন্ধকার !
----------------------------------20-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment