Thursday, February 7, 2019

দাউ দাউ জ্বলছে




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
একটা আগুন জ্বলছে, ভিতরে ভিতরে জ্বলছে.
দাউ দাউ জ্বলছে ।

না পারছি নিভাতে , না পারছি সইতে.
পুড়ে যে যাচ্ছি
অঙ্গার হয়ে যাচ্ছি ।
দিবে কি একটু পানি ?

না পারছি বলতে, না পারছি বুঝাতে
নিরবে নিরবে পুড়ে যাচ্ছি
দিবে একটু পানি- হে সমুদ্র ।

একটা আগুন জ্বলছে, ভিতরে ভিতরে জ্বলছে
দাউ দাউ জ্বলছে ।
--------------------------20-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment