-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এতো কাছে, এতো কাছে
কেন আস
ভাল যদি না- ই -বাস
?
কেন ডাক, বারে বারে
ডাক, চোখে চোখে ডাক
কেন ঢেউ তুল, সমুদ্রে ঢেউ তুল
অবিরাম ঢেউ তোল !
ভাল যদি না- ই -বাস
?
কেন জাগ, বারে বারে
জাগ, পুলকে পুলকে জাগ
ভাল যদি না- ই -বাস
?
যদি কিছু হয়ে যায়
কে নিবে এ দায়ভার
?
এতো কাছে, এতো কাছে
কেন আস
ভাল যদি না- ই -বাস
?
--------------------------------
20-10-2010 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment