-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ঘরে ঢুকতেই দেখি,
টেবিলের উপর রাখা,
খুব যত্ন করে রাখা
একটি রুমাল ।
তার বুকে একটি গোলাপ
!সদ্য ফোটা একটা গোলাপ !
হাতে নিতেই দেখি,
রুমালে কিছু লেখা,
একটা লাইনে লেখা, ছোট্ট করে লেখা
ভুলে যেও , ক্ষমা
করে দিও!
----------------------------20-10-2018,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment