-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মোবাইলটা বেজে উঠল,ট্রিং
ট্রিং শব্দে বেজে উঠল
একটা মেয়েলি কন্ঠ
শুনতে পেলাম, ঠিক বুঝা গেল না !
আবার রিং হলো, রিছিভ
করতেই..
আমাকে চিনতে পারলে
না হে কবি ?
আমি আপনার বিশেষ কেউ
!
গভীর বিষ্ময়ে ভাবছিলাম
কে সে !
তারপর আর কখনো রিং
আসেনি, আর কোখনো বলেনি
আমি আপনার বিশেষ কেউ
!
অনেকদিন পর একটা খাম
এলো ! খুলতেই দেখি..
ছোট্ট চিরুকোটে লেখা
আমি তোমাকে অনেক ভালবাসি
হে কবি
আমাকে চিনতে পারলে
না হে কবি ?
আমি আপনার বিশেষ কেউ
!
------------------------------------20-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

No comments:
Post a Comment