Wednesday, February 6, 2019

”মহান মুক্তিযুদ্ধের সনদ”



 
                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এ বুকে লাল –সবুজ দুই রঙ ছড়িয়ে দিয়ে
মায়ের আঁচলে লিখেছে নাম
সে এখন জেগে আছে প্রতিটি বাঙ্গালীর হৃদয় প্রান্তরে

সে আর কেউ নয়
যে বুকের তাজা রক্ত দিয়ে লিখেছে শিরোনাম স্বাধীন বাংলাদেশ
এক শপথ অন্তরে গেঁথে
সে এখন উর্ধ্বশিরে আছে বিশ্ব বুকের মুক্ত সমীরনে-

মুক্তি যুদ্ধের লগোতে লেগে আছে ঘাসের সবুজ,বুকে লেগে আছে রক্তের দাগ--
যেন কোন গড়মিল নেই, না কোথাও কোনখানে-

এখন
এ বুকে রাত্রির আঁধার কেটে জেগে উঠে স্বাধীন সূর্য্
চেয়ে দেখ,
যেখানে তুমি পা দুখানি রেখেছো,সেখানে
লেগে আছে লক্ষ শহীদের রক্তের দাগ! যেখানে
শুয়ে আছে সম্ভ্রম হারানো লক্ষ মায়ের প্রাণ !

চেয়ে দেখ,
যেখানে তুমি হাত দুখানি রেখেছো, তার উপরে জেগে আছে
মুক্তিযুদ্ধে পাওয়া লাল-সবুজ পতাকা
”মহান মুক্তিযুদ্ধের সনদ”
স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সংবিধান ।
------------------------------------06-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






No comments:

Post a Comment