Wednesday, February 6, 2019

তুমি আটকে গেছো




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হয়তো ভালবেসেছিলে,কিন্তু আমি বুঝিনি
এখন কি সে অনুভূতি দূরে চলে গেছে?
ফিরে এসো! ফিরে এসো!

সব তো আগের মতই আছে! এখন কেবল ফিরে আসা,
মেলে দেখ চোখ,
আমি আছি, আগের মতোই আছি !

 কি হল ?
তোমার তো কোন বাধা নেই, হৃদয়ের কপাট খোলা আছে দু’টি,
আমি জাল ফেলেছি প্রেমের সমুদ্রে-
তুমি আটকে গেছো-
---------------------------06-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment