Wednesday, February 6, 2019

এক অসনি দৃশ্য দেখেছি আমি হঠাৎ




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এই প্রত্যাশা এ স্বপ্ন ঘিরে আবার কখন
গোধূলী নেমে আসে পড়ন্ত বিকেলে বিছিয়ে জাল
বড় ভয় প্রাণে !গেল গেল সব গেল দেখেছি জনে জনে 
এক হুজুগের উত্তালে মেতেছি আমরা
প্রকৃত সত্যকে আড়াল করে-

মিথ্যেগুলো মঞ্চে মঞ্চে উচ্চারিত হচ্ছে,বজ্র কণ্ঠে উচ্চারিত হচ্ছে
অথচ বিশ্বাস করে ফেলেছি অন্তঃকরনে-
মুখে মুখে উচ্চারিত হচ্ছে গীবতের শব্দগুলো, পাড়া  মহল্লায় বাক স্বাধীনতার নামে প্রচারিত
হচ্ছে অপবাদ !
ডিজিটাল কন্ভারসেশন বাধাহীন চলছে ইথারে ইথারে—
বিবেকের কপাটগুলো অবরুদ্ধ !
চোখগুলো অপলক দেখছে তো দেখছে পথভ্রষ্টদের অভিনয়
কান পেতে শুনছে শুধু শুনছে শিল্পির গান-

ওহে জাতি একবার বিবেক খুলে দেখ, এই বাক চতুরঙ্গের মাঝে কতো প্রতারনা লুকিয়ে আছে-
এতো সহজেই কেন বিশ্বাস কর?
এতো সহজেই কেন আদর্শ্ ভাব ?
তোমার বিবেক, তোমার চেতনা জাগায়ে তুল হে

এক অসনি দৃশ্য দেখেছি আমি হঠাৎ
ওই মীরজাফরেরা এখনো জেগে আছে তোমার শিয়রে ।
---------------------------------------------06-02-2019 ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







No comments:

Post a Comment