Wednesday, February 6, 2019

সন্তানেরা আজ কোন পথে?




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আর কত কাল এ-ভাবে আগামীর স্বপ্নকে হারতে বলো,
আর কত কাল মাদক নেশার অগ্রাসনে যুবাদের মরতে বলো?
কত কাল, বলো আর কত কাল
আমি আর থাকবো না লুকিয়ে লুকিয়ে
এই সিন্ডিকেটের বলয় সরিয়ে তোমাকে জাগাতে হবে সোনালী সকাল
তরুণ শক্তির দেহ প্রাণে জেগে উঠাতে হবে দীপ্ত রবি !
কঠোরতার উত্তালে ভেসে দাও মাদক দ্রব্যের রতি-মহারতি
আমি বড় উৎসুক
এক স্বপ্নের বিভোরে

মাদক সম্রাটেরা পথে ঘাটে অলি-গলি, যুবক যুবতীরা নেশার কলরবে মাতাল
জাতির মেরুদন্ড ভঙ্গুর, অকালে নিভে যাচ্ছে আগামীর স্বপ্ন
মাদকের ছোবলে ছোবলে ঝরছে কত তাজা প্রাণ-
অথচ জাল পেতে আছে মাদকের জেলেরা-
দুরন্ত ছেলে মেয়েরা আটকা পড়ছে ভয়ঙ্কর ফাঁদে
ছোঁ মেরে নিচ্ছে শিকারীরা আমাদের ভবিষ্যৎ

মায়ের বুকে এক দুঃস্বপ্নের কাঁপন,
চোখের জলে ভীজে যাচ্ছে বঙ্গের আঁচল,চৌদিকে শুনি পথহারা
পথিকের করুণ কান্না,পরাজিত সৈনিকের আর্তনাদ
মেরুদন্ডহীন বাঘের গর্জ্ন!

আর কত কাল এ-ভাবে আগামীর স্বপ্নকে হারতে বলো,
আর কত কাল মাদক নেশার অগ্রাসনে যুবাদের মরতে বলো?
চেয়ে দেখ হে ব্যবস্থাপক-
তোমার সন্তানেরা আজ কোন পথে?
এখনি না বল , মাদক নেশাকে না বল,
এখনি গড়ে তোল সামাজিক আন্দোলন ।
---------------------------------06-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment