-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
শুনেছি
নাম তোমার শ্বেত গোলাপ !
আজো
দেখেনি,কখনো দেখিনি
তবু
ছুটেছি, বাগানে বাগানে ছুটেছি তোমার সন্ধানে
তুমি
কি ফোটেছে ?
শুনেছি
নাম তোমার শ্বেত গোলাপ !
আর
কত পথ !
আর
কত দুর যেতে হবে হে গোলাপ ..
জানালাটা
খুলে রেখেছি,
খুলে
রেখেছি বদ্ধ কপাট
একটু
ভিতরে এসো, একটু ভিতরে
তোমাকে
খোঁজতে খোঁজতে আজ আমি ক্লান্ত ।
ওই
দেখো, একটু নজর দিয়ে দেখো
বাসরের
চৌকিটা জেগে আছে , প্রণয়ের ভেলকুনিটা ফাঁকা ফাঁকা
বড়
বেশী ফাঁকা !
সেখানে
নেই, শুধু নেই তুমি,
ফুল
শয্যা হবে কি করে ?
শুনেছি
নাম তোমার শ্বেত গোলাপ !
অনেক
যত্ন করে বাগানটা করেছি, কষ্ট করে তোমাকে বুঁনেছি..
সুবাসে
সুবাসে মাতাল হব বলে দিন রাত জেগেছি
অধীর
আগ্রহে প্রহর গুনেছি
খুলেছি
এক প্রেমের দুয়ার ।
কই
,তুমি তো ফোটনি- হে শ্বেত গোলাপ !
-----------------------------
20-10-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment