-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
হে
পৃথিবীর রক্ত মাংসে গড়া মানব !
সেই
মাংস পিন্ডটাকে কতটুকু রেখেছো সুখে ?
যার
স্পন্দনে স্পন্দনে জেগে আছো এ পৃথিবীর বুকে!
তুমি
কি নষ্ট করে ফেলেছো নশ্বরের আঘাতে আঘাতে..
একটু
জিজ্ঞেস করো তো – হে ক্ষণিকের মুসাফির
এই
রুহুটা জাগবে কিনা সেই কঠিন পথে পথে !
একটু
ভেবে বলো, একটু ভেবে বলো
হে
রক্ত মাংসে গড়া সুপ্ত প্রাণ !
এ
পৃথিবীর দুস্যু ডাকাতেরা ঘিরে আছে সেই কলবের চৌদিকে
সাবধান!
সবধান ! সাবধান !
যে
শীরের অবয়ব তুমি পেয়েছো- হে মানব !
এর
কি মূল্য আছে বলো তো
যদি
না সেইদিন তোমার পক্ষে আলোটা না জাগে !
হে
পৃথিবীর রক্ত মাংসে গড়া মানব !
এ
স্পন্দন যেদিন থেমে যাবে, যেদিন থেমে যাবে
সেদিন
তুমি এক নিথর লাশ !
সেদিন
হেরে যাবে , হেরে যাবে শরীরের প্রেম
উড়ে
যাবে কলবের পাতা
খুলে
যাবে হিসাবের খাতা
এখনি
যে পাহারা দিতে হবে তোমাকে
অস্র
নিতে হবে তুলে- অস্ত্র দিতে হবে তাকে
এক
আল্লাহর বিধান ,
আল-কোরআন,
আল-কোরআন ।
সেদিন
হেরে যাবে , হেরে যাবে শরীরের প্রেম
উড়ে
যাবে কলবের পাতা
খুলে
যাবে হিসাবের খাতা
----------------------------------20-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment