Wednesday, February 6, 2019

প্রেম বলি কি করে ?




                                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে ঝড় তরঙ্গকে জাগাতে পারে না, উত্তাল করতে পারে না জলরাশি
তাকে আমি তুফান বলি কি করে ?
এ যে শুধু ভয় ! এ যে শুধু ভয় !

হে নাবিক,
ঝড় উঠাতে হবে ! দুমড়ে মুচরে দিতে হবে পরাজয়ের শঙ্কা..
প্রত্যাশাকে যোগ্য করে তুলতে হবে-  হে প্রেমিক !
মাস্তুলের আলোকে জ্বালাতে অন্ধকার পথে পথে
প্রেমের পথ যে বড় উত্তাল !

যে তরী আজ তুমি ছেড়েছো প্রেমিকার সন্ধানে.
তার কতটুকু বাহু বল সঞ্চিত আছে !
তা কি জানা আছে ?
নাকি শুধু হৃদয়ের আবেদন!
নাকি শুধু প্রত্যাশার প্রতিবেদন ।


এ আবেদন যে বড় দুর্ব্ল- হে প্রেমিক
মঞ্জুর হবে কি করে ?
প্রেমিকার ঠিকানা যে বহু দুর !

যে যোগ্যতা প্রেমিকাকে জাগাতে পারে না, উত্তাল করতে পারে না তরঙ্গ সফেন
তাকে আমি প্রেম বলি কি করে ?
-------------------------------------18-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment