-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
কখনো ভাবিনি এমন কিছু
তবু এমন করে তাকালে
!
সেই থেকে
কখন যে রাঙা তুলিতে আঁকা হয়ে গেছো হৃদয়ের ফ্রেমে
টেরই পায়নি
টেরই পায়নি কেউ একজন
ভিতরে ঢুকে গেছে, অতি যত্নে ঢুকে গেছে
এ হৃদয়ের প্রবাহে
প্রবাহে
তুমুল ঝড় তুলে যাচ্ছে
গহিন তরঙ্গের উৎসবে
প্রতিদিন সূর্য্ উঠে,
প্রতিদিন সূর্য্মূখী হাসে ,চন্দ্রিমার জোসনারা জাগে.
তবুও তো এমন কিছু
দেখেনি রাঙা জলে ভাসতে ।
কখনো দেখেনি তোমাকে
কখনো দেখেনি
অপেক্ষা করতে, ফুল
হাতে অপেক্ষা করতে
শুভ্র কাঁশ ফুলের
আড়ালে কিংবা খড় স্রোতা ঝর্ণার ধারে
শুধু তোমাকে দেখেছি,
তোমার ছবিকে কখনো দেখিনি
দেখেছি মায়াবী চোখ
দু’টো
আজ তুমি নেই, কোথাও
তুমি নেই
তবু এঁকে ফেলেছি,
এ হৃদয়ে এঁকে ফেলেছি..
কাজল কালো চোখ দু’টো
!
কখনো ভাবিনি এমন কিছু
তবু এমন করে তাকালে
!
---------------------------------------18-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

No comments:
Post a Comment