-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
আরেকটু দুরে ! কয়েকটা বাড়ী পরেই
সেই বাগানটা !
মাঠ থেকে ঢের টের
পাচ্ছিলাম, ফুলটা ফোটে আছে ঠিক জানালার পাশে..
প্রতিদিন বিকেলে ফোটে,
জানালার পাশে ফোটে
ফুলের পাঁপড়িগুলো
জেগে আছে, অপলক চেয়ে আছে
আমার দিকে, ঠিক দখিনা
মূখী..
প্রতি মুহূর্তে দেখছিলাম,
চুপি চুপি দেখছিলাম
এক অদৃশ্য দৃষ্টিতে
দেখছিলাম!খুব গভীরে দেখছিলাম
সেই ফুলটাকে !
কি অপূর্ব্ সৌরভে
ডানা মেলে আছে এক রোমাঞ্চিত মঞ্চে
যদি স্পর্শ্ করতে
পারতাম
উঠতে পারতাম সেই মঞ্চে
!
তবে এক হৃদয়ের কবিতা
শুনাতাম
ভালবাসি, তোমাকে অনেক
ভালবাসি –হে ফুল ।
মাঠ থেকে ঢের টের
পাচ্ছিলাম, ফুলটা ফোটে আছে ঠিক জানালার পাশে..
প্রতিদিন বিকেলে ফোটে,
জানালার পাশে ফোটে ।
----------------------------------
18-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment