-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেম আজ বড় বেশী এলোমেলো
হৃদয়ের গভীরতা অদ্ভুদ
হিজিবিজি !
বর্ণে বর্ণে সংঘাত!
শব্দে শব্দে রক্ত গঙ্গা
বাক্যে বাক্যে অস্রের
মহরা
প্রাণে প্রাণে যুদ্ধের
দূর্গ্
প্রেমের ভাষা আজ উদ্ভাস্তু
যাযাবর ।
প্রেম আজ বড় বেশী
এলোমেলো
একালের প্রেমিকেরা
বুঝে না – একালের প্রেমিকারা বুঝেনা
হৃদয়ের আড়ালে ফাঁদ
পেতে আছে
এক প্রেমের যবনিকা ।
প্রেম আজ বড় বেশী
এলোমেলো
হৃদয়হীন বর্ণ্ শব্দের
বিন্যাস !
বাক্যহীন নগ্নতার
এক মহাকাব্য !
যেখানে নেই কোন ভাষা,
নেই কোন ভালবাসা
প্রেম আজ বড় বেশী এলোমেলো
হৃদয়ের গভীরতা অদ্ভুদ
হিজিবিজি !
এখানে আছে কিছু উৎসব, এখানে আছে কিছু অশুরের উদ্ভাস ।
----------------------------------------17-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment