Wednesday, February 6, 2019

তুমি কি আসবে মুক্তি ?




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মুক্তি, তোমাকে অনেক ভালবাসি, অনেক ভালবাসি.
একটু এসেই দেখ,
একটু কাছে এসেই দেখ ,কত রক্ত ক্ষরণ হচ্ছে ভিতরে ভিতরে
সেই কবে থেকে অধীর আগ্রহে প্রহর গুনে যাচ্ছি
চেয়ে আছি অপলক তোমার পথ পানে
তুমি কি আসবে মুক্তি  ?

মুক্তি, তোমাকে অনেক ভালবাসি, অনেক ভালবাসি
একটু পড়ে দেখ
সেই চিঠিটা  পড়ে দেখ,  পিতার রক্ত ঝরা চিঠিটা
লক্ষ শহীদের চিঠিটা
কত দাম দিয়ে কিনেছি
এ স্বাধীনতার আঁচল ।

মুক্তি, তোমাকে অনেক ভালবাসি, অনেক ভালবাসি
লাল-সবুজ শাড়ীতে
সেইদিন খুব অপূর্ব্ লাগছিল তোমাকে
ইদানিং তোমাকে দেখিনা আর সেই অপরূপ সাজে..
কোন অভিমানে ভুলেগেছো সেই রক্ত ঝরা দিনগুলো
কোন অপরাধে ভুলেগেছো সেই মায়ের আর্তনাদ
যে ইজ্জতের বিনিময়ে তোমাকে কিনেছি- হে মুক্তি!

মুক্তি, তোমাকে অনেক ভালবাসি, অনেক ভালবাসি.
ফিরে এসো, ফিরে এসো
অভিমান ভেঙ্গে ফিরে এসো
মুক্তি যুদ্ধের ঠিকানা, লাল-সবুজের নিশানা..

সেই কবে থেকে অধীর আগ্রহে প্রহর গুনে যাচ্ছি
চেয়ে আছি অপলক তোমার পথ পানে
তুমি কি আসবে মুক্তি  ?
-------------------------------------- 17-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment