-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
এক নষ্ট কবিতার আবৃতি
শুনেছি
মঞ্চে মঞ্চে আবৃতি
হচ্ছে মীরজাফরের সব কবিতা !
চৌদিক বাজছে শুধু
বাজছে..
পর্দার আড়ালে বাজছে
এক বিদ্রোহের কবিতা!
এক ষড়যন্ত্রের কবিতা !
ছন্দ তাল বদলে গেছে,
কবিতার লাইন মুছে গেছে
মঞ্চে মঞ্চে আবৃতি
হচ্ছে মীরজাফরের সব কবিতা !
এক নষ্ট কবিতার আবৃতি
শুনেছি
স্রোতের প্রতিকূলে
ঢেউ তুলেছে এক সময়ের অনুকূল
ওই মাঝি মাল্লারা বদলে ফেলেছে মৌলিক পোশাক
নগ্ন শরীরে প্রণয়ে
মেঁতেছে নিষিদ্ধ রক্ত গঙ্গায় ।
এক নষ্ট কবিতার আবৃতি
শুনেছি
কবির কবিতা বদলে গেছে
আকৃতিকারদের কন্ঠে কন্ঠে.
ওদের দেখি মুশতাকের
পোশাকে পোশাকে.
ওদের দেখি বিদ্রোহীদের
মন্ত্রে মন্ত্রে..
ওদের দেখি অগ্নি হাতে
লাল সবুজের মঞ্চে ।
এক নষ্ট কবিতার আবৃতি
শুনেছি
কোকিলেরা জোট বেঁধেছে
কা কা শব্দে শব্দে..
হে কান্ডারী- সাবধান!
সাবধান !
এক নষ্ট কবিতার আবৃতি
শুনেছি
মঞ্চে মঞ্চে আবৃতি
হচ্ছে মীরজাফরের সব কবিতা !
----------------------------------------17-10-2018
। ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
..

No comments:
Post a Comment