-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ক্ষমতার দাপটে হত্যা হয় ন্যায়বিচার-
ভোক্তভোগীরা সব বুঝতে পারে ।
এতো যন্ত্রনা, যন্ত্রনা জেনেও কেন
নিশ্চুপ থাকা-
কেন অবরুদ্ধ সব প্রতিবাদ !
কারন একটাই কেউ চায় না বুঝে দুর্বলের
পরিভাষা
আজ ঢুকে আছে আলোর মধ্যে অন্ধকার ।
ভোক্তভোগীরা জানে, পিঞ্জরের ভিতরে কি
তুলফাড় !
সব লুণ্ঠন হয়েগেছে গরীবের অধিকার
বিচারক বিচার ভুলে গেছে-
প্রহরী চেহারা দেখে দেখে শিকল পড়ায়
হাতে পায়
জ্ঞানের চোখ অন্ধ হয়ে গেছে
নিরপেক্ষতার সিংহাসনে
বজ্র কণ্ঠেরা আজ বোবা
অর্থেরা গর্জে ওঠেছে বঙ্গের অলি গলি ।
মানবতার আকাশ আজ মেঘে মেঘে অন্ধকার-
সূর্যেরা পর্দার আড়ালে চলে গেছে
কোন প্রতিবাদ নেই!
কিন্ত এই যে মানুষের চরিত্র, এও তো নৈতিক
পরাজয়ের
এক ধাপ সিঁড়ি!
ভোক্তভোগীরা সব বুঝতে পারে, ক্ষমতার
দাপুটেরা
রক্ত চোষে দুর্বলের পরতে পরতে ।
আর বঞ্চিত মানুষেরা আঘাতে আঘাতে
রক্তাক্ত হয়, ক্ষত বিক্ষত হয়
এ ভূলোকে --
বুকের মধ্যে এক ক্ষোভের অগ্নি চুল্লি-
ওরা বুঝে না
যেদিন জ্বলবে, যেদিন জ্বলবে-
-------------------------------------05-02-2019,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment