-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
আমি নিভৃতে আঘাত পেতে পেতে
তোমাকে নিয়েই বেঁচে আছি,হৃদয় চোরা ।
আমি বিরহের আগুনে জ্বলতে জ্বলতে
তোমার অঙ্গারে আবার খাঁটি সোনা হয়েছি
।
আমি ভালবাসার পরাজয় জেনেও
তোমার কাছে নত হয়েছি, হৃদয় চোরা ।
আমি লক্ষ কোটি রূপবতী দেখেও
তোমার পাষাণ দুয়ারে হৃদয় দিয়েছি
কখনও তুমি তার মর্যাদা দেওনি
তবু গিয়েছি তোমাকে ভালবেসে, হৃদয় চোরা
আমাকে নাকি ভীষণ ঘৃণা কর জানে সকলে-
কিন্তু আমি জানি,
তুমি আমাকে অনেক ভালবাস ,হৃদয় চোরা !
তুমি আমার মধ্যেই ঘুরে বেড়াও,
তোমাকে যত্নে রেখেছি অদৃশ্য কুটিরে,
হৃদয় চোরা ।
আমি ভালবাসার ফুল ফুটাব, তাই
তোমাকে চেয়েছি হৃদয়ের মহাকাব্যে-
আমি তোমার সকল ঘৃণাকে মিথ্যা বলে জানি
তোমার প্রত্যাশা পূর্ণ্ হোক,
আমি বিরহে বিরহে পুড়ে যাই, তবু তোমাকে
জানি-
তুমিই আমারই ভালবাসা, হৃদয় চোরা ।
তুমি সুখী হও, স্বার্থ্ক হও
আমাকে দুঃখ দেও ভূলোক,তবু জ্বলে ওঠ আপন
ভুবনে,হৃদয় চোরা
-------- --------------------------------05-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment