Tuesday, February 5, 2019

আমি এই মরা নদী




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তুমি দেবে, আমাকে মুক্ত করে দেবে?
প্রতিদিন নিখিলের ভারসাম্যের কথা ভেবে ভেবে
চৌচির বুকে অগ্নি জ্বলে
তাই করছি ফরিয়াদ

আর করনা হত্যা আমাকে দিনরাত;
খুলে দাও আমার বাঁধন খুলে দাও
বুকে ভেসে দাও নাও
পাল উড়ে দাও
পাবে পাবে আমাকে তুমি পাবে,
তুমি দেবে, আমাকে মুক্ত করে দেবে?

যদি দিলে, তুমি দিলে, মুক্তি দিলে;
এর প্রতিদান দিবো আমি তিলে তিলে-
বঙ্গ বুকে জাগবো আমি বিপুল প্লাবনে
বৈশাখ জৈষ্ঠ আষাঢ় শ্রাবণে-

ওহে শুন, আমি অবরুদ্ধ,চোদিক দখলদার জড়ায়ে
প্রবাহে প্রবাহে বিষাক্ত বিষ ছড়ায়ে
এ বুক যেন ক্যান্সারের মত
গতির পথ অবরুদ্ধ ক্রমাগত ।

যদি দিলে, তুমি দিলে, আজ মুক্তি দিলে—
ফিরে আসবো ,যৌবন নিয়ে ফিরে আসবো
আমি এই মরা নদী-
তোমার স্বপ্নের নিখিলে ।
--------------------------------05-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।








No comments:

Post a Comment