Tuesday, February 19, 2019

ওরা এখন ক্ষমতার যাযাবর




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এই যে চৌদিকে হু হু ঝড়, এর চেয়ে ঢের
পিঞ্জরের ভিতর ..

এ ‍বুকে শুধু বিদ্রোহের দাবানল, মঞ্চে মঞ্চে শুধু ফুল শয্যা
কত প্রেমালাপ
অলি গলি এক অন্ধকার নিষিদ্ধ পল্লী..
যেখানে শুধু সিদ্ধহীন সঙ্গম আর টানা হ্যাঁচড়া
হিংস্র দানবের লাজহীন প্রণয় উৎসব

চৌদিকে সুযোগ সন্ধানীরা কেমন যেন নগ্ন ডানা মেলে উড়ছে
এক নীড় হতে আরেক নীড়..
ওরা ভুলে গেছে নৈতিকতার নূন্যতম স্পর্শগুলো..
ক্ষণিক কামনায় মিলেছে ওরা এক ঘৃণ্য খেলায়..
অপকর্মের অভিশাপে আর জাগে না আর জাগে না
পূর্ব্ দিগন্তে জাগে না মুক্তির রবি !!

এ বঙ্গ ভূমি জানে, ওদের পরিচয় জানে ওরা কত ছদ্মবেশী
মহা জ্ঞানী মহারতি..
লালসার চিলেরা ওদের বিবেক চোখ নিয়ে গেছে..
ওরা কেবলই অন্ধকার! জাতির অভিশপ্ত অগ্নি
ওরা এখন ক্ষমতার যাযাবর !

এই যে চৌদিকে হু হু ঝড়, এর চেয়ে ঢের
পিঞ্জরের ভিতর..

-----------------------------------------22-11-2018,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment