-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
তোমাকে বলেছিলাম,সে
দিনটা খুব দূরে নয়
আবার তুমি ফিরে আসবে
।
ফিরে আসবে হৃদয়ের
এক তরঙ্গিত উচ্ছাসের আহ্ববানে
শত দম্ভ অহংকারের
দূর্গ্ পেরিয়ে,
এক সাম্যের ক্যানভাসে
গর্জে উঠবে প্রভাত দুপুরে
এক প্রেমের কবিতা
নিয়ে-
তোমাকে বলেছিলাম,
আবার তুমি ফিরে আসবে..
আমি তোমাকে বলেছিলাম,
এই দম্ভ অহংকার কিছু নয়,
এ এক দুষ্টের উম্মাদনায়
রচিত পরাজয়ের মহাকাব্য মাত্র
বার বার বলেছিলাম,
তোমাকে বলেছিলাম
তুমি ফিরে আসবে, তুমি
ফিরে আসবে
সেই ভুলে যাওয়া অবহেলিত
নোঙ্গরে—
আজ যখন এলে
স্রোতের বাঁক বদলে গেছে অনেক বদলে গেছে..
আজ শুধু স্মৃতি, শুধু
স্মৃতি.
তুমি নেই কোথাও তুমি
নেই…
তোমাকে বলেছিলাম,সে
দিনটা খুব দূরে নয়
আবার তুমি ফিরে আসবে
।
ওই দেখ সেই শুন্য
স্থানে অন্য কেউ মাথা রেখে..
এক প্রেমের পাল তুলে
চলেছে হৃদয়ের কবিতা লেখতে লেখতে..
আজ আমি হ্যাপি!
আর তুমি ?
তোমাকে বলেছিলাম,
আবার তুমি ফিরে আসবে…
----------------------------------------22-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment