Tuesday, February 19, 2019

কিন্তু কেন ভালবাসে ?




                                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেমিক তার প্রেমিকাকে ভালবাসে খুব ভালবাসে..
কিন্তু কেন ভালবাসে ?

জানা নেই কিছুই জানা নেই! শুধু ভালবাসে অন্ধের মতো ভালবাসে
জীবন বাজি রেখে ভালবাসে
প্রেমিক চায় শুধু প্রেমিকার জয় !

সেখানে থাকুক অন্যায় - সেখানে থাকুন আর্দ্শহীন পথ চলা
তাতে কি?
এ প্রেমিকা তো প্রতীকের প্রতিচ্ছবি ! বিদ্রোহীদের সম্মুখ হাতিয়ার
তবুও…

প্রেমিক তার প্রতিপক্ষ প্রেমিকাকে ঘৃণা করে খুব ঘৃণা করে
কিন্তু কেন ঘৃণা করে ?
জানা নেই কিছুই জানা নেই! শুধু ঘৃণা করে নিন্দুকের মতো ঘৃণা করে
হিংস্রের মতো গর্জে উঠে না বুঝেই গর্জে উঠে
স্বীকৃতি দিতে চায় না মেনে নিতে চায় না..
প্রতিপক্ষ প্রেমিকার প্রেম !

প্রেমিকারা ফায়দা লুটে যাচ্ছে তবু প্রেমিকেরা বুঝে না…
প্রেম আজ দুস্য ! প্রেম আজ স্বার্থ্!
কেন ভালবাসে তাও জানে না!
কেন ঘৃণা করে তাও জানে না !

আলো ছেড়ে আঁধারে ছুটেছে এ বঙ্গ পাল
ভাল মন্দের বিচার নাই গো আজ-কাল ।
বিজয় চাই হে বিজয় চাই হে প্রতীকের..
এই হল ভোটারে শ্লোগান আজকের ।

প্রেমিক তার প্রেমিকাকে ভালবাসে খুব ভালবাসে..
কিন্তু কেন ভালবাসে ?
-------------------------------------20-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment