Tuesday, February 19, 2019

আজ কি নামাজ পড়েছো?




                                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজ কি ফজর পড়েছো ওহে মুসলমান..
জুহর যে সম্মুখে তোমার ডাকিছে মুয়াজ্জিন.
আছরও গনিয়ে এলো শুনেছো কি আওয়াজ..
চল চল ওই চল শুরু হল মাগরিবের নামাজ
ওহে মুমিন ওহে মুসলমান আছে কি দিশা ?
রাত্রির প্রথম প্রহরে এসে গেছে নামাজ এশা

আজ কি নামাজ পড়েছো ওহে ঈমানদার !
এ যে কাফের মুমিনের ব্যবধান,  এ যে পরিচয় তোমার
ওই শুন ওই শুন পাঁচ ওয়াক্ত আযানের ধ্বনি
চল চল মসজিদে চল ওহে মুসল্লি এখনি
এ যে নবীজির আদেশ এ যে আল্লাহর ফরমান..
পড় হে পড় নামাজ পড় হে- ওহে মুসলমান.

আজ কি নামাজ পড়েছো ওহে মুমিন দাবীদার..
নাকি হেলায় হেলায় ভেঙ্গেছো ওই অঙ্গিকার
যতই বল মুখে মুখে তুমি মুসলমান, তুমি মুসলমান
পাঁজ ওয়াক্ত নামাজবিনে আছে কি তোমার সেই সন্মান ?

আজ কি নামাজ পড়েছো ওহে মুসলমান
ওই যে ডাকিছে মসজিদে ডাকিছে মুয়াজ্জিন ।
-------------------------------------18-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







No comments:

Post a Comment