-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
আজ দেখি অন্ধেরা কানাকে
পথ দেখায় !
প্রাণে আলো নেই তবু
শেখায়, তবু শেখায়..
অন্ধেরা ধরেছে হাত,
কানাদের ধরছে হাত
অথচ ওরা দেখে না নিজেদের
দেখে না..
আয়নাতে দেখে না আপনার
জাত..
ওদের চেহারা কতো বিশ্রী
কতো অভিশপ্ত..
সুরেলা কন্ঠে গাইছে
শুধু গাইছে শুধু করছে
বাংলার জন পথ উত্তপ্ত..
অন্তরে অন্তরে লেগে
আছে কলঙ্কের কালিমা.
ওরা দেখে না আপনাকে
দেখে না..
ওরা কতো ভয়ঙ্কর স্বৈরাচারের
প্রতিমা !
ওরা উপাদির চাঁদর
গায়ে চলেছে উল্টো পথে পথে..
স্বার্থ্ ছাড়া বুঝে
না কিছু, বুঝে না কিছু..
ওরা ছুটেছে শুধু ছুটেছে
ক্ষমতার পিছু পিছু..
চরম বিদ্রোহীদের সাথে
সাথে…
অন্ধেরা আজ মঞ্চে
উঠেছে কানাদের মঞ্চে উঠেছে..
অথচ নিজের ঘরে গণতন্ত্রের
বাতি নেই.
ওরা ভেঙ্গেছে, কোটি
কোটি প্রাণের স্বপ্ন ভেঙ্গেছে.
ওরা ছুটেছে আপন স্বার্থের
পিছু ছুটেছে…
আজ দেখি অন্ধেরা কানাকে
পথ দেখায় !
প্রাণে আলো নেই তবু
শেখায়, তবু শেখায়..
জাতির বিবেকেরা কোথায়
?
---------------------------------------18-11-2018
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment