-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
আর পারছিনা অপেক্ষা
করতে পারছি না..
ভিতরের ইচ্ছেগুলো
পুড়ে পুড়ে যাচ্ছে আমাকে
তুমি যদি সাড়া না
দাও আমার ডাকে..
কিভাবে তোমার তপ্ত
জলে ভাসাব তরী ওহে স্বপ্ন !
দূর থেকে দেখি শুধু
দেখি অপলক দেখি..
তোমার নদীতে জোয়ার
এসেছে, অনেক জোয়ার..
জোসনার রাত্রিতে ঝল
মল করছে উত্তাল জল রাশি
জেগে উঠছে জেগে উঠে
আমার স্পর্শিত বাঁশি
ওহে শুন তোমার নদীকে
অনেক ভালবাসি, অনেক ভালাসি
একবার অনুমতি দাও
শুধু একবার..
তোমার বুক চড়ে ভাসি
প্রভাত প্রহর নিশি
আসি ? ওহে স্বপ্নের
জল রাশি !
তোমাকে আমি অনেক ভালবাসি
।
-------------------------------
18-11-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment