Tuesday, February 19, 2019

এ প্রেম যে উর্ধ্বে সবার


                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আল্লাহর বন্ধু কি  তোমার বন্ধু হতে পেরেছে ওহে প্রাণ!
হও যদি বন্ধু তুমি
তার প্রতি আছে কি টান ?

ওই জীবন ব্যবস্থা আছে কি তোমার মাঝে ওহে মুসলমান
যদি না থাকে হবেই হবে তুমি চির অপমান !
হৃদয়ে কি তরঙ্গ উঠে যদি শুন তার নাম…
এ প্রেম যে উর্ধ্বে সবার নেই কোন বদনাম
কেবলই মুক্তি, কেবলই জান্নাত তার পরিনাম ।

আল্লাহর বন্ধু কি  তোমার বন্ধু হতে পেরেছে ওহে প্রাণ!
তার যে আদেশ তার যে নিষেধ
কতটুকু করেছো প্রবাহমান ?
এ পৃথিবীর প্রেমের চেয়ে উর্ধ্বে যদি না হয়..
আগমীর পথ হবে বড় অন্ধার, বড় ভয়! বড় ভয়!
পাবে নাকো, পাবে নাকো কোন জয় !
নবীর প্রেম যে বড় জ্যোতিময়..

আল্লাহর বন্ধু কি  তোমার বন্ধু হতে পেরেছে ওহে প্রাণ!
তোমার প্রেমে  আছে কি সেই আল-কোরআন ?
আল্লাহর বন্ধু যে তোমার মুক্তির দিশারী ওহে মানব
তার প্রতি তোমার প্রেম কতটুকু করেছো তলব?
যদি না হয় উর্ধ্বে সবার চেয়ে..
জাগবেনা সেইদিন বিধাতা তোমার হয়ে ।

তুমি গোলাম তুমি নবীজির উম্মত- ওহে মুসলমান
ভালবাস -তাকে ভালবাস ওহে ক্ষণিক প্রাণ
অন্তঃকরনে ভালবাস তাঁরই হাদিস- কোরআন ।
প্রতিদান তুমি পাবেই পাবে ওহে ক্ষণিকের মেহমান ।

এ প্রেম যে উর্ধ্বে সবার নেই কোন বদনাম
কেবলই মুক্তি, কেবলই জান্নাত তার পরিনাম ।
---------------------------------18-11-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।









No comments:

Post a Comment