Tuesday, February 19, 2019

তাছির করে না




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ইদানিং শুনছি, খুব বেশী শুনছি, তাছির করে না
ওয়াজে তাছির করে না ।

বিশাল প্যান্ডেল গগণ বিদারী আওয়াজ, সুমধুর আওয়াজ
কোরআন হাদিসের আলোকে হুজুরের কন্ঠে কন্ঠে ওয়াজ
অলি গলি প্রচার হচ্ছে ইসলামের বাণী..
আচ্ছা বলুন তো কয় জনে শুনি ?

আশে পাশে কয় জন হুজর একা ময়দান ফাঁকা..
দলে দলে মুসল্লি পান বিড়ি হাতে দোকানে দেখা
মুখে মুখে ইসলাম অন্তরে নেই.
এই হল হালচাল যা ইচ্ছে তাই !

ইদানিং শুনছি, খুব বেশী শুনছি, তাছির করে না
ওয়াজে তাছির করে না ।
অনেককে দেখেছি কি এক মোহে দলে দলে ছুটে..
ঈমান -আমলের সংযোগ নেই পরিচর্চায় মোটে..
কোথায় আল-কোরআন! কোথায় হাদিস!
বাস্তবে আছে কি তার হদিস ?

কেমন যেন এলো মেলো অন্তরের ঠিকানা…
যে যার মতো চলছে কেউ করে না মানা
এ প্রাণেরা বুঝেনা সত্য- মিথ্যের পার্থ্ক্য 
কি এক মোহে যেন এক জায়গায় হয়েছে ঐক্য !

ইসলাম নহে গো ছলচাতুরী
এ এক শান্তির দিশারী
চির মুক্তির প্রহরী ।
কেন তবে মিথ্যে  জাহেরী ওহে প্রচারী ?

ইদানিং শুনছি, খুব বেশী শুনছি, তাছির করে না
ওয়াজে তাছির করে না ।
--------------------------------17-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment