Tuesday, February 19, 2019

আসলে ওদের রঙটা কি ?




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি অগ্রজের কাছে জানতে চাই, সত্যি কথাটা জানতে চাই..
আসলে হচ্ছেটা কি- এ বঙ্গ বুকে ভাই !

সকালে দেখি সাদা- বিকেলে দেখি কালো মাঝখানে- উধাও
আমি তো স্থির দেখিনা কোথাও !
আসলে ওদের রঙটা  কি ?

 যখন যে রঙে সাজে তারই পূরাজী হয়ে নত শির …
ওরা ভুলেগেছে সেই জন্ম জননী পিতার প্রিয় নীড়
এপিঠ-ওপিঠ আলিঙ্গনে ভেঙ্গেছে লাজ
নির্লজ্জ প্রণয়ের উৎসবে  কাপড় খুলেছে আজ!

নেই নেই কোন আদর্শ্ নেই দৃশ্য পটে..
অথচ সরল প্রাণেরা অযথাই যায় চটে.
অতীত ইতিহাস একটু দেখো ঘেটে
ওরা কি তোমাকে ভালবাসে মোটে ?

আমি অগ্রজের কাছে জানতে চাই, সত্যি কথাটা জানতে চাই..
আসলে ওদের রঙটা  কি ?
যাদেরকে আমি ভেবেছি বীর কিংবা দেশ প্রেমিক..
ওরা আজ পথ ভুলা মাঝি, ছুটেছে এদিক- সেদিক ।

ওহে শুন কেবল যাত্রীরাই সঠিক…
ওরা কেবলই মুদ্রার এপিঠ-ওপিঠ ।
------------------------------------17-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







No comments:

Post a Comment