Tuesday, February 19, 2019

ইসলামের পাঞ্জেরী


                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

আসুক সাইক্লোন, প্রচন্ড জুড়ে আসুক ! দুমড়ে মুচড়ে আসুক..
উত্তাল হউক তরঙ্গের জলরাশি !
তাতে তোর কি ওহে ইসলামের পাঞ্জেরী !

তোর তরী যে ওই বিধাতার মনোনীত অবিনশ্বর সম্মতি..
কে আছে নশ্বরে রুখে তোরে - ওহে মাস্তুলের জ্যোতি!
তুই যে নবীজির উম্মত এক ইসলামের তৌহীদি নাবিক..
আসুক সাইক্লোন, প্রচন্ড জুড়ে আসুক ! দুমড়ে মুচড়ে আসুক..

তুই যে জাহেলী বাতিলের বিরুদ্ধে এক উমরী হুঙ্কার..
ওই অকুতভয় নির্ভিক সৈনিকের গর্জিত তলোয়ার
ওহে সম্মুখ রণের রক্তাক্ত প্রান্তর -ওহে স্পন্দিত জিহাদী প্রাণ.
ওহে বিধাতায় নতশির তৌহিদী নওজোয়ান-ওহে পালোয়ান
ওহে সাম্যের মহাকাব্য- ওহে চির গৌরবের ইতিহাস
কার আছে সাধ্য এমন ?
তোরে করে পরিহাস !

আছে কি তোমার মাঝে সেই হাদিস- কোরআনের আলো ?
থাকে যদি জ্বালো জ্বালো আজই জ্বালো- আজই জ্বালো
জাগাও জাগাও এই অন্তরে জাগাও ওই পরওয়ার দীগার..
তুমিই মুমিন, তুমিই মুসলমান, তুমিই পরহেজগার
ভয় নেই ওরে ভয় নেই- ওহে মুসাফির,ওহে ঈমানদার

আসুক সাইক্লোন, প্রচন্ড জুড়ে আসুক ! দুমড়ে মুচড়ে আসুক..
উত্তাল হউক তরঙ্গের জলরাশি !
তাতে তোর কি ওহে ইসলামের পাঞ্জেরী !
-------------------------------17-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment