-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
এক প্রবল বিশ্বাসে
চিঠিটা পোষ্ট করেছিলাম তোমার ডাকঘরে..
সেই কবে করেছিলাম
!
জানিনা আজোবদি দেখেছো
কিনা..
চারটি বর্ণে একটি
শব্দ লেখাছিল ,রক্তে রক্তে লেখাছিল
ভালবাসি শুধু তোমাকে
ভালবাসি ..
তোমার ডাক পিয়নটাও
আসেনি একবারের জন্য ও আসেনি..
কতো প্রহর গুনেছি
অবিরাম গুনেছি..
যদি এসে ডাক দেয়
কেউ আসেনি তো !
তবে কি তোমার হৃদয়ের
ডাকঘরে চিঠিটা পোষ্ট হয়নি ?
হ্যঁ করেছিলাম তো,
এক প্রবল বিশ্বাসে করেছিলাম..
শুধু তুমি দেখোনি,
আজোবদি দেখনি
সেই চারটি বর্ণে লেখা
একটি শব্দ- ভালবাসি শুধু তোমাকে ভালবাসি!!
-------------------------------------------14-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment