Tuesday, February 19, 2019

ভুলবে না, শুধু ভুলবেনা


                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কিছুক্ষণ আগেও প্রাণবন্ত ছিল যে প্রাণ.
এখন কাঁধে কাঁধে চড়েছে বিদায়ের যান
অসীমের পথে চলেছে ওই গোরস্থান
কেউ আর ডাকবে না, কেউ আর ভালবাসবে না
একা একা পড়ে রবে কেউ আর শুনবে না !

কত কি ছিল এ পৃথিবীর বুকে..
আজ আর কেউ নেই, আজ আর কেউ নেই
সেই কবরের সুখে-দুঃখে !
এ এক কঠিক পথ!
এতো দম্ভ অহংকার বাড়ী গাড়ী প্রিয়-প্রিয়া.
সবাই ভুলে যাবে, ভুলে যাবে কবর দিয়া ।

ভুলবে না, শুধু ভুলবেনা এই নশ্বরের ঈমান- আমল..
পারবে কি সামলাতে ওই দিনের ধকল ?
কখন যে ডাক আসে ওহে মানব সকল..
এখনই পুঁজি নাও আগামীর সম্বল ।

ভুলবে না, শুধু ভুলবেনা এই নশ্বরের ঈমান- আমল..

------------------------------------------13-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment