Tuesday, February 19, 2019

চির মুক্তির সৌরভ




                                                      - কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
যে সত্ত্বাকে স্বীকার করে এসেছো নিখিলে.
তার কতটুকু ধারন করেছো এই দীলে?
নাকি ক্ষণিকের উম্মাদনায় মেতেছো ওহে প্রাণ!
আছে কি জীবনের বাঁকে বাঁকে হাদিস কোরাআন?
তুমি তো বলেছিলে হবে নত শির ওই আল্লাহর
পরিচয় হবে তোমার শ্রেষ্ঠ উম্মত প্রিয় নবীজির

যে গান গাইলে তুমি জাগবে আল্লাহ- ওহে পরহেজগার!
সে তরঙ্গ কি উঠে হৃদয়ে -ওহে ঈমানদার ?
তুমি যে মুমিন, তুমি যে ঈমানদার ওহে মুসলমান..
স্বীকার করে এসেছো -
তুমি গোলাম, তুমি দাস তুমি- ক্ষণিকের মেহমান
তুমি ছাড়বে না কভূ ওই বিধাতার মনোনীত সংবিধান
আল- কোরআন, আল-কোরআন ।

ওই কাফেলায় যেতে হবে তোমাকে ওহে প্রাণ
সে পথ যে বড় অন্ধকার !
নশ্বর হতে নিয়েছো কি সেই আলোর মশাল?
আজি শপথ নেও আজি শপথ নেও ওহে মানব,
মুক্তি নেই, মুক্তি নেই- যদি না জাগাও কলব ।
মুছে যাবে তুমি মুছে যাবে থেমে যাবে ক্ষণিকের কলরব
থাকবে ,শুধু থাকবে দ্বীন ইসলামের গৌরব!
ওহে প্রাণ- হাদিস কোরআনই চির মুক্তির সৌরভ ।
-----------------------------13-11-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment